নন্দিত ডেস্ক:বিশ্বনাথে সেচ্ছাসেবক দল নেতার বাড়িতে পুলিশের তল্লাশি,পরিবারের মধ্যে আতংক বিশ্বনাথের খাজাঞ্চি ইউনিয়নের শহীদ সুলেমান নগর গ্রামে উপজেলা সেচ্ছাসেবক দলের যুগ্ন আহবায়ক বর্তমানে ফ্রান্স প্রবাসী আব্দুল হাসিবের বাড়িতে তল্লাশি চালিয়েছে পুলিশ। গত ২২ সেপ্টেম্বর গভীর রাতে থানা পুলিশের একটি টিম হাসিবের বাড়িতে তল্লাশি চালায়। এ সময় তার মাকে ভয়ভীতি দেখায় পুলিশ। এমন অভিযোগ করে সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী আহমদ বলেন, বিএনপির সিলেট বিভাগীয় সমাবেশকে কেন্দ্র করে পুলিশ এ তল্লাশি চালায়। তিনি বলেন, হাসিব উপজেলা সেচ্ছাসেবক দলের যুগ্ন আহবায়ক এবং খাজাঞ্চি ইউনিয়নের মেম্বার ছিলেন। একাধারে তিনি বিএনপির নিখোঁজ নেতা এম ইলিয়াস আলীর বিশস্ত সহচর। আলী আহমদ আরো বলেন, হাসিবের বিরুদ্ধে হত্যা মামলাসহ বেশ কয়েকটি মামলা রয়েছে এটা সত্য। কিন্তু প্রবাসে অবস্থানের পর ও হাসিবের বাড়িতে এ ধরনের অভিযানের নিন্দা জানিয়েছেন বিএনপি নেতা আলী আহমদ সহ বিশ্বনাথ উপজেলা বিএনপি ও অংগ সংগঠনের নেতৃবৃন্দ। এ ঘটনায় বাড়িতে অবস্থানরত হাসিবের মা চরম নিরাপত্তাহীনতা ভোগ করছেন। বিশ্বনাথ থানা পুলিশ তল্লাশীর সত্যতা নিশ্চিত করেছে। বিজ্ঞপ্তি
মন্তব্য