নগরী থেকে স্কুল ছাত্রী নিখোঁজ

নন্দিত সিলেট :: সিলেট সদর উপজেলার চামেলীবাগ এলাকা থেকে মোছাঃ আরিফা আক্তার নামের এক স্কুল ছাত্রী নিখোঁজ হয়েছে । তার বয়স ১৪ বছর। সে চামেলী বাগ এলাকার মো. কামাল আহমদের মেয়ে। এ ব্যাপারে তার পিতা শাহপরান থানায় একটি সাধারণ ডায়েরী করেছেন। যার নং ১৮০১, তারিখ ২৮/০৯/২০১৯ইং। জিডিতে তিনি উলে­খ করেন, আমার মেয়ে মোছা: আরিফা আক্তার শাহপরাণ (রহঃ) উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণীর ছাত্রী। গত ২৫ সেপ্টেম্বর সকাল আনুমানিক সাড়ে ১১টার দিকে পরীক্ষার রুটিন আনার জন্য বাসা থেকে বের হয়ে আর ফিরে আসেনি। হারিয়ে যাওয়ার সময় তার পরনে ছিল মিষ্টি রঙের জামা, মুখমন্ডল গোলাকার, রং শ্যামলা, উচ্চতা-৫ ফুট ১ ইঞ্চি। সে সিলেটের আঞ্চলিক ভাষায় কথা বলে ।কোনো সুহৃদয়বান ব্যক্তি তার খোঁজ পেলে জরুরি ভিত্তিতে ০১৭৪৫৪২০৭৪১ নাম্বারে যোগাযোগ করার অনুরোধ করা হয়েছে।