প্রধানমন্ত্রির জন্মদিনে মানবাধিকার সম্মাননা পেলেন সিলেটি তিন কাজী

নন্দিত ডেস্ক:মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে মানবাধিকার জোট ও বাংলাদেশ স্বপ্নকুড়ি ফাউন্ডেশনের যৌত উদ্যোগে আয়োজন করা হয় "বিশ্ব তেতৃৃত্বে শেখ হাসিনা" শীর্ষক আলোচনা সভা ও মানবাধিকার সম্মাননা প্রদান অনুষ্ঠান। গত শনিবার (২৮ সেপ্টেম্বর) ঢাকা সেগুন বাগিচার সেগুন রেস্টুরেন্টে আয়োজিত অনুষ্টানে সিলেটের তিনজন নিকাহ ও তালাক রেজিস্টারকে (কাজী) মানবাধিকার সম্মাননা-২০১৯ প্রদান করা হয়। সম্মাননা প্রাপ্তরা হচ্ছেন, বালাগঞ্জ উপজেলার ১নং পূর্ব পৈলনপুর ইউনিয়নের মাওলানা কাজী মনজুর আহমদ, ওসমানীনগর উপজেলার ১নং উমরপুর ইউনিয়নের মাওলনা কাজী মোফাজ্জল হোসেন, গোলাপগঞ্জ উপজেলার ১ নং বাঘা ইউনিয়নের মাওলানা কাজী আব্দুল মুকিত। মানবাধিকার জোটের চেয়ারম্যান ও কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি মুক্তিযুদ্ধা প্রফেসর ড. গোলাম মাওলা খানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, বাংলাদেশ আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক মন্ত্রী এ্যাডভোকেট আব্দুল মান্নান খান, উদ্ভোধক ছিলেন বাংলাদেশ আওয়ামীলীগ উপদেষ্টা মন্ডলীর সদস্য ও বাংলাদেশ বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান এ্যাডভোকেট ইউসুফ হোসেন হুমায়ুন, প্রধান আলোচক ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোটের বিচারপতি মোঃ ছিদ্দিকুর রহমান মিয়া, বিশেষ অতিথি ছিলেন ভাষা সৈনিক রেজাউল করিম, অর্থ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব পীরজাদা শহীদুল হারুন প্রমূখ।