নন্দিত সিলেট:সিলেটের শামীমাবাদের মইনউদ্দিন আদর্শ মহিলা কলেজের সদ্যপ্রয়াত সহকারী অধ্যাপক ও ছড়াকার মো. বদরুল আলম খানের নিহার জন্য ছড়া গ্রন্থের ইংরেজি অনুবাদ -রাইমস ফর নিহার মোড়ক উন্মোচন অনুষ্ঠিত হয়েছে। মইনউদ্দিন আদর্শ মহিলা কলেজ সাহিত্যপরিষদ সভাপতি আজির হাসিবের সভাপতিত্বে ও রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যপক রহিমা বেগমের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির অভিভাষণ প্রদান করেন কলেজ অধ্যক্ষ ও সাহিত্যপরিষদের প্রধান উপদেষ্টা প্রফেসর মো. গিয়াস উদ্দিন। শুরুতে কি নোট বক্তব্য প্রদান করেন সাহিত্যপরিষদের কোষাধ্যক্ষ ও বাংলা বিভাগের প্রভাষক মো. আলমগীর হোসেন। স্বাগত বক্তব্য প্রদান করেন কলেজের ব্যবস্থাপনা বিভাগের প্রধান ও সাহিত্যপরিষদের সদস্য সচিব মো. এনামুল হক চৌধুরী সোহেল, সহকারী অধ্যাপক মো. আলমগীর। বিশেষ অতিথির বক্তব্য প্রদান করেন সাহিত্যপরিষদের উপদেষ্টা ও সহযোগী অধ্যাপক পার্থসারথি নাগ ও সহযোগী অধ্যাপক কৃষ্ণপদ সূত্রধর। প্রধান অতিথি কলেজ-অধ্যক্ষ প্রফেসর মো. গিয়াস উদ্দিন তার বক্তব্যে বলেন বদরুল আলম খান একজন উচুমানের ছড়াশিল্পী ছিলেন, তার সৃষ্টিশীলতার স্বীকৃতি একদিন জাতি দেবেই। সর্বোপরি তিনি একজন উচুমাপের আদর্শ মানুষ ছিলেন।বক্তারা অনুবাদ গ্রন্থের প্রকাশক মাহজেবিন আহমেদ ও সমন্বয়কারী ছড়াকার ধ্রুব গৌতমের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন।অনুষ্ঠানের সভাপতি আজির হাসিবের বক্তব্যের মধ্যদিয়ে মোড়ক উন্মোচন অনুষ্ঠানের সমাপ্তি হয়।
মন্তব্য