নন্দিত সিলেট :: সিলেট জেলার শ্রেষ্ট চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় দক্ষিণ সুরমার লালাবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পীর মো. ফয়জুল হক ইকবালকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। শনিবার লালাবাজারস্থ ল্যান্ডমার্ক শপিং কমপ্লেক্সের ২য় তলায় এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে লালাবাজার ইউনিয়নবাসী।
বিবিদইল বালিকা উচ্চ বিদ্যালয়ের সভাপতি আব্দুল ওয়াহাব খাঁন খোকা খাঁর সভাপতিত্বে সংবর্ধিত অতিথির বক্তব্যে চেয়ারম্যান পীর মো. ফয়জুল হক ইকবাল বলেন, ‘আমার এ অর্জন সমগ্র ইউনিয়নবাসীর অর্জন। তাদের সহযোগিতা না পেলে জেলা পর্যায়ে সেরা চেয়ারম্যান নির্বাচিত হওয়া সম্ভব ছিলনা। তাই আমি আমার এ অর্জনকে ইউনিয়নবাসীর জন্য উৎসর্গ করছি। একই সাথে আগামীতেও সব কাজে তাদের সহযোগিতাও কামনা করছি।’
লাইটহাউজ সমাজ কল্যাণ সংস্থার সভাপতি আমিনুল ইসলাম আনহারের পরিচালনায় সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন- দক্ষিণ সুরমা উপজেলার কৃষি কর্মকর্তা ফারুক আহমদ, সহকারি সমাজ সেবা অফিসার আবুল কালাম, সালেহা নূর চৌধুরী একাডেমির সভাপতি খালেকুজ্জামান চৌধুরী জগলু, লালাবাজার স্কুল এন্ড কলেজের সভাপতি এডভোকেট মুহিত হোসেন, গোয়ালগাঁও জামে মসজিদের মোতাওয়াল্লী হাজী খিজিরুল হক, হযরত আবু দৌলত এন্ড শাহ জাকারিয়া (রহ.) মডেল মাদরাসার সভাপতি মাওলানা ফারুক আহমদ, লালাবাজার বণিক সমিতির সভাপতি এনাম মিয়া চৌধুরী, সমাজসেবী ও শিক্ষানুরাগী আসাব আহমদ, বিবিদইল জামে মসজিদের মোতাওয়াল্লী ইসুব আলী, সিলেট এয়ারলাইন্স ক্লাবের সভাপতি সৈয়দ বেলায়েত আলী লিমন, করসনা জামে মসজিদের মোতাওয়াল্লী আব্দুল মুহিত, শ্রমিক নেতা ফখরুল ইসলাম খান, বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম চৌধুরী ছন্দান, সমাজসেবী আশিক আলী, লালাবাজার ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান রওশন আহমদ, ব্যবসায়ী জাহেদ আহমদ চৌধুরী, সাউথ সুরমা এডুকেশন সোসাইটির সাধারণ সম্পাদক কামরুজ্জামান খান ফয়সল, সমাজসেবী লোকমান আহমদ, হিলু জামে মসজিদের মোতাওয়াল্লী আব্দুর রব, রেইনবো ক্রিকেট ক্লাবের সভাপতি শেরওয়ান আলী, সমাজসেবী শওকত আলী, ল্যান্ডমার্ক শপিং কমপ্লেক্সের ডিএমডি বদরুল ইসলাম প্রমুখ।
অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত করেন মাওলানা আব্দুল কাদির ও শুভেচ্ছা বক্তব্য রাখেন আমিনুর রহমান চৌধুরী সিফতাহ। এতে ইউনিয়নের সব ওয়ার্ডের সদস্য এবং জনসাধারণ উপস্থিত ছিলেন।
মন্তব্য