নন্দিত সিলেট:: শারদীয় দুর্গোৎসবে সার্বজনীন শ্রী শ্রী কালী বাড়ী ভাটেরায় আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্টান অনুষ্টিত হয়েছে । পূজা কমিটির সাধারন সম্পাদক শ্রী অমিত মল্লিকের পরিচালনায় সভাপতি শ্রী সুশেন্দ্র মল্লিকের সভাপতিত্বে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শ্রী রবীন্দ্র মোহন গোস্বামী শ্রী সুধেন্দু চক্রবতী , শ্রী কাজল চক্রবতী, শ্রী টুকন বিশ্বাস (শিক্ষ), শ্রী পরিমল মাল্লিক, শ্রী কেশব বণিক , শ্রী বারিন্দ্র মালাকার, শ্রী কৃপাময় মল্লিক প্রমূখ।
উক্ত সাংস্কৃতিক অনুষ্টানে বাংলাদেশ বেতার সিলেট এর জয়া ভট্রচার্যসহ শিল্পি বৃন্দ সঙ্গিত পরিবেশন করেন। অনুষ্টান শেষে সার্বজনীন শ্রী শ্রী কালী বাড়ী ভাটেরার পূজা উজ্জাপন কমিটি অতিথিদের নিয়ে পূজামন্ডপ পরিদর্শন করেন।
মন্তব্য