শ্রেষ্ঠ চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় লালাবাজার ইউপি চেয়ারম্যান পীর ইকবাল সংবর্ধিত

নন্দিত সিলেট :: সিলেট জেলার শ্রেষ্ঠ চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় দক্ষিণ সুরমার লালাবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পীর মো. ফয়জুল হক ইকবালকে সংবর্ধনা দেওয়া হয়েছে। শুক্রবার স্বপ্নযাত্রী ক্লাবের উদ্যোগে তাকে এই সংবর্ধনা প্রদান করা হয়। স্বপ্নযাত্রী ক্লাবের সভাপতি মিনহাজ আলীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুল হামিদের পরিচালায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, লালাবাজার ইউনিয়নের চেয়ারম্যান ও সংবর্ধিত অতিথি মো. পীর ফয়জুল হক ইকবাল। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাউথ সুরমা এডুকেশন সোসাইটির সাধারণ সম্পাদক কামরুজ্জামান খান ফয়সল, করসনা জামে মসজিদের মোতাওয়াল্লী আব্দুল মুহিত, লাইট হাউজ সমাজ কল্যাণ সংস্থার সভাপতি তরুন সমাজকর্মী আমিনুল ইসলাম আনহার, হযরত আবু দৌলত এন্ড শাহ জাকারিয়া (র:) মডেল মাদরাসার শিক্ষক শাহরিয়ার হোসেন লয়লু, নিরাপদ চিকিৎসা চাই সিলেট জেলার প্রচার ও প্রকাশনা সম্পাদক জসিম উদ্দীন, দক্ষিণ সুরমা উপজেলা সভাপতি আব্দুর রহমান সিদ্দিকী, সেক্রেটারি খাইরুল ইসলাম সুমেল, হিলু জামে মসজিদের সেক্রেটারি সিরাজ মিয়া, রেইনবো ক্রিকেট ক্লাবের সভাপতি শেরওয়ান আলী, সমাজসেবী শওকত আলী। এতে আরো উপস্থিত ছিলেন স্বপ্নযাত্রী ক্লাবের সদস্য তাওহীদ ফেরদৌস আবির, সাইম আহমদ মামুন, আল-আমিন, তারেকুল ইসলাম মান্না, পাবেল আহমদ, জুবেল মিয়া প্রমুখ। অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত করেন এহসান মাহবুব জুবায়ের।