নন্দিত সিলেট:বুয়েটের মেধাবী শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যাকারীদের ফাঁসির দাবিতে ও শিক্ষাপ্রতিষ্ঠানের উপর নির্যাতন বন্ধের দাবিতে সিলেট পলিটেকনিক ইন্সটিটিউট ও সিলেট টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের সাধারণ শিক্ষার্থীদের উদ্যোগে মানববন্ধন কর্মসূচি পালিত হয়। সোমবার (১৪অক্টোবর) সকাল ১০টা থেকে ইন্সটিটিউটের প্রদান ফটকে এই মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা বলেন- বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। বিগত সময়ে সিলেট পলিটেকনিক ইন্সটিটিউট সহ সিলেটের বেশ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানে সাধারণ শিক্ষার্থীদের উপর টর্চার সেলের মাধ্যমে ছাত্র নামক অছাত্রদের নির্যাতন নিপীড়ন করা হয়েছে। একটি স্বাধীন দেশে যা অত্যন্ত লজ্জাজনক। শিক্ষাপ্রতিষ্ঠানে নৈরাজ্য সৃষ্টিকারী অছাত্র সন্ত্রাসীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য মানববন্ধন থেকে জোর দাবি জানানো হয়। বক্তারা- আইনশৃঙ্খলা বাহিনীকে সারাদেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানের আবাসিক ছাত্রাবাসে তল্লাশির জন্য কথা বলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জ্ঞাপন করেন।
সিলেট পলিটেকনিক ইন্সটিটিউটের মেধাবী শিক্ষার্থী মো. নাঈমুল ইসলামের সভাপতিত্বে ও মুহিবুর রহমানের পরিচালনায় বক্তব্য রাখেন তরুণ সংগঠক ফয়জুল হাসান ফারহান, সাধারণ শিক্ষার্থী জুমেল হোসেন, সুফিয়ান আহমদ, মোস্তাকিন আহমদ, এহিয়া হোসেন। উপস্থিত ছিলেন, জাহিদ আহমদ, ফাহাদ হোসেন, সাওন আহমদ, প্রশজিৎ দাস রণি, পলাশ দাস, জসিম আহমদ, আব্দুল খালিক রণি, সাহেদ হোসেন, ফরিদ আহমদ প্রমুখ।
মন্তব্য