যুক্তরাজ্যের সাংবাদিক জামাল সিলেটের কল্যাণে নিবেদিত এক প্রাণ

নন্দিত সিলেট:যুক্তরাজ্যের সাংবাদিক জামাল সিলেটের কল্যাণে নিবেদিত এক প্রাণ। বাবা-মা নেই, সিলেটে তাঁর কেউই নেই। পারাবারিক বন্ধন রক্ষায় তার আসা-যাওয়া নয়, বছরের একাধিকবার বৃটেন থেকে তিনি ছুটে আসেন সিলেটের সাংবাদিক মহলের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের টানে। ভালবাসার টানে। সিলেটের গণমাধ্যম কর্মীদের কাছাকাছি পেতে। যুক্তরাজ্যের মাটিতে সাংবাদিকতা পেশায় নিজেকে নিয়োজিত রাখার পাশপাশি হরহামেশা খোঁজ নেন সিলেটের বন্ধুদের। কারো বিপদের নিজেকে বিলিয়ে দিলেই খুশী হন তিনি। যুক্তরাজ্যের বিশিষ্ট সাংবাদিক, সিলেটের কৃতী সন্তান জামাল উদ্দিনকে দেওয়া সংবর্ধনা অনুষ্ঠানে বক্তারা এ কথাগুলো বলেন। নন্দিত সিলেট ২৪.কম ও জাতীয় দৈনিক মাতৃজগতের যৌথ আয়োজনে সাংবাদিক জামাল উদ্দিনের সম্মানে এক সংবর্ধনা সভা অনুষ্ঠিত হয়। শুক্রবার রাতে নগরীর জিন্দাবাজারস্থ একটি অভিজাত রেস্টুরেন্টে কবি ও সংগঠক ধ্রুব গৌতম এর সভাপতিত্ব ও সাংবাদিক এমরান ফয়সলের সঞ্চলনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট মহানগর আওয়ামী লীগের সহ সভাপতি, সাবেক কাউন্সিলর মুক্তিযোদ্ধা আব্দুল খালিক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ শিশু একাডেমির সাবেক জেলা শিশু বিষয়ক কর্মকর্তা ও কথা সাহিত্যিক জামান মাহবুব, আনন্দ টিভির সিলেট জেলা প্রতিনিধি এম আর টুনু তালুকদার, দৈনিক শ্যামল সিলেটের স্টাফ রিপোর্টার আতিকুর রহমান নগরী , বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সিলেটের সাধারণ সম্পাদক আবু তাহের, এডভোকেট প্রদীপ ভট্রাচার্য্য। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, মাসুদা সিদ্দিকা রুহী, আনোয়ার হোসেন মিছবাহ,মিহির মোহন, এডভোকেট আব্দুল মুকিত অপি, অমিতা বর্ধন, ইশরাক জাহান জেলী, হোসনে আরা বেগম কলি, লুৎফা আহমদ লিলি, কানিজ আমেনা কুদ্দুস, হিমাংশু রায় হিমেল, মবরুর সাজু, মো.নিাসির উদ্দিন, মোস্তাক চৌধুরী. ফয়সল কাদির, মঞ্জুর মোহাম্মদ,কামাল আহমদ দুর্জয়, মাসুদ আহমেদ, এম এ ওয়াহিদ, কফিল দেব, মো.আলমগীর চেীধুরী, আলী হোসেন, আল মামুন বাবলু, শামীম আহমদ, কৃতিশ তালুকদার, বিপলু আহমদ, আব্দুল্লাহ আল মামুন, পল্লব ভট্রাচার্য্য, মুহিব উদ্দিন,হাবিবুর রহমান, নাজিম আহমদ, হাফিজুর রহমান সায়হান, মো.সেবুল হোসেন, রিপন মিয়া, কামাল মিয়া, রায়হান আহমদ, নজরুল ইসলাম প্রমুখ।