বিশ্বনাথ দেওকলস ইউ‌নিয়ন ক্রি‌কেট এসোসিয়েশন সাধারণ সভা

নন্দিত ডেস্ক:: আসন্ন ৮ম দেওকলস ইউনিয়ন ক্রিকেট লীগ ২০২০কে সামনে রেখে গতকাল সন্ধ্যায় বিশ্বনাথের গোদামঘাটে সাধারণ সভা অনু‌ষ্টিত হয় । দেওকলস ইউনিয়ন ক্রিকেট এসোসিয়েশন’র সভাপতি ‌মো: আহমদুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শিপন আহমদের পরিচালনায় সভায় শুভেচ্ছা বক্তব্য রা‌খেন এসোসিয়েশন’র সাংগঠনিক সম্পাদক কামরুল হাসান ফাহিম। আরো বক্তব্য দেন এসোসিয়েশনের সদস্য সুনীল বৈদ্য,প্রচার সম্পাদক আবু সাউদ, অর্থ সম্পাদক মুহিত আহমদ, ক্রীড়া সম্পাদক রবিউল ইসলাম, এছাড়া অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন এসোসিয়েশনের সদস্য রিপন আহমেদ, শাহজাহান মিয়া, আরশ আলী, পারভেজ আলী, রাজু খান, জাকারিয়া আহমদ, নজরুল ইসলাম, আকিকুর রহমান মামুন, সা‌ব্বির আহমদ, ইসলাক হো‌সেন, শা‌হিন মিয়া, ফয়ছল মিয়া, আহসাম মাহমুদ রিপন, রায়হান আহমদ,জুবেল মিয়া প্রমুখ। সভায় ২০১৯-২০ইং সা‌লের দেওকলস ইউ‌নিয়ন ক্রি‌কেট লী‌গের ফরম বিতরণ করা হয়।