মানবজীবনের গভীরবোধকে তুলে ধরে সমাজকে আলোকিত করেছেন বনফুল

নন্দিত ডেস্ক : কথাাসাহিত্যিক বলাইচাঁদ মুখোপাধ্যায় ছোটগল্পের মাধ্যমে মানুষের মনস্তত্বকে তুলে ধরেছেন। সুস্থ জীবনের আকাঙ্খা, মূল্যবোধের চেতনা, অন্ধ সংস্কারের বিরুদ্ধে ধিক্কার তাঁর ছোটগল্পের মননকে সমৃদ্ধ করেছে। মানবজীবনের গভীর বোধকে তুলে ধরে সমাজকে আলোকিত করার প্রেরণা জুগিয়েছেন তিনি। বনফুলের মত তাই বাংলা সাহিত্যকে যারা সমৃদ্ধ করেছেন তাদেরকে স্মরণ করতে হবে। সিলেট মোবাইল পাঠাগারের উদ্যোগে কথাসাহিত্যিক বলাইচাঁদ মুখোপাধ্যায়’র ১২৮তম জন্মবার্ষিকী উপলক্ষে ‘বনফুলের ছোটগল্পের বিচিত্রকরণ’ শীর্ষক আলোচনায় সভায় বক্তারা একথা বলেন। নগরীর ইলেকট্রিক সাপ্ল¬াই রোডস্থ মেট্টোপলিটন ল’ কলেজ ভবন মিলনায়তনে গত শনিবার সন্ধ্যায় সিলেট মোবাইল পাঠাগারের ৬৮৯তম সাহিত্য আসরে সভাপতিত্ব করেন সিলেট প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক প্রবীণ সাংবাদিক-লেখক মুহম্মদ বশিরুদ্দিন, মূল প্রবন্ধ পাঠ করেন কবি, সাংবাদিক মো. আব্দুল বাছিত। আলোচনায় অংশ নেন, বাংলাদেশ ব্যাংক, সিলেট-এর যুগ্ম পরিচালক মো. সাজ্জাদুর রহমান, ঔপন্যাসিক সিরাজুল হক। পঠিত লেখা নিয়ে আলোচনা করেন কবি মাহফুজ জোহা এবং কবি সৈয়দ মুক্তাদা হামিদ। সাহিত্যকর্মী তাসলিমা খানম বীথি’র উপস্থাপনায় জয়নাল আবেদীন বেগ’র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে শুরু হওয়া সাহিত্য আসরে লেখা পাঠে অংশ নেন, ব্যাংকার শাহেদ শাহরিয়ার, জয়নাল আবেদীন বেগ, সাজন আহমদ সাজু, জুবের আহমদ সার্জন, সৈয়দ কামরুল হাসান প্রমুখ।