মাজেদা বেগম মাজু ::কেমন আছো? ভাল আছি
ভাল আছি বললেই কি ভাল থাকা হয়?
নিষ্প্রাণ মুখাবয়বে এক চিলতে হাসির নাম
কখনো ভাল থাকা নয়।
হৃদয়ের সুপ্ত ভিসুভিয়াসে
অহর্নিশি বেদনার অন্তর্দহন,
সর্বদা থাকে শুধু ভয়
কখন হঠাৎ ঘটে যে বিস্ফোরণ,
অতঃপর উদগীরিত হৃদয়াকাশের আনাচে কানাচে-
ধোঁয়াচ্ছন্ন লাভার মধ্য থেকে
ভাল থাকা কি কেবলই দুর্বোধ্য নয়?
তারপরও ক্ষয়িষ্ণূ অনলের ছাইভষ্ম
মুঠোয় পুরে উদ্বাহু শূন্যে উড়িয়ে দিয়ে
চীৎকার করে বলতে হয়,
ভাল আছি, ভাল আছি, ভাল আছি,
এ কেমন ভাল থাকা!
এ ভাবে বেঁচে থাকার নাম কি কখনো
ভাল থাকা হয়?
মন্তব্য