মো ইব্রাহিম :: সময় কাটাই ফেইসবুকে
আছি বড় সুখে,
এডিট করে ছবি পাঠাই
যেন দেখে লোকে।
ছন্দ মিলাই গন্ধ বিলাই
ভোলোবেসে লিখি,
সুবাস ছড়াই নাকি কুবাস
জানে বন্ধু মিকি।
চারটা পাঁচটা পেরা লিখে
পাঠাই লেখা সৌরভে,
সবাই আমায় লেখক বলে
বুক ভরে যে গৌরবে।
ছড়া কবিতা গান লিখি
কেউ বলে না কবি,
লিখা ভালো না লাগিলে
দেখো আমার ছবি।
ঘুরে বেড়াই ফেইসবুকে
কোন কাজ তো নাই,
ভাব বিনিময় করে চলি
বন্ধু যেথায় পাই।।
-
মন্তব্য