প্রাত্যহিকী

মাহবুবা সামসুদ ::আমার কিছুই নেই--চিত্তের বৈভব ছাড়া চাইলে দিতে পারি কিছু নেবে কি শুধুই এইটুকু? আগু পিছু সব কিছু রেখে বিত্তের চমক ঝলসায় চোখ একে পাশ কাটানো যায় না সহজে এখানে ই বাঁচেনা সুখ। সব রেখে তবু চিত্তের বেসাতি নিয়ে গড়ি আপন জগৎ হাসি খেলা গান গাই প্রতিনিয়ত।