আহবান

মোহাম্মদ নুরুল ইসলাম::প্রতিদিন শীতের কুয়াশা ভেজা ভোরে নগ্ন পায়ে মক্তবের পথে কিশোরীর ছুটে চলা দেখোনি তুমি! দেখতে যদি চাও? বঙ্গোপসাগরের কূলে ছোট্ট ভ্ব-দ্বীপ বাংলাতে চলে আও- দুপুর রোদে 'হায়ণ মাসে কৃষক বধুর ব্যস্ত সময় পার দেখোনি তুমি! দেখতে যদি চাও? বাংলাদেশের ছোট্ট কোন গাঁয়ে তুমি চলে যাও গোধুলি বেলায় রাখাল ছেলের ছুটে ফেরা নীড়ের টানে দেখোনি তুমি! দেখতে যদি চাও সেই দেশেরই গায়ের পথে তুমি ফিরে যাও।