মাহবুবা সামসুদ ::
নিঃস্ঙ্গতার দেয়ালে দাঁড়িয়ে
কেউকে খুঁজে না পেয়ে
তোমাকে পেয়েই জড়িয়ে ধরেছি
দুর্ভাগা এক মেয়ে।
জানাজানি হলো বৎসরও গেলো
বুকে টেনে নিলে প্রেমে
ভাবনাবিহীন বাঁধা পড়ে যাই
তোমার ছবির ফ্রেমে।
এখনতো দেখি ভুল ছিল একি
তোমাকে তো চাইনি আমি
তোমার থেকেও এ বিশ্বভুবন
আমার কাছে যে দামী।
তোমার আমার কথা এক নয়
আমি উজ্জ্বল কায়া
চোখ খুলে দেখো কাব্যে গল্পে
তোমাতে আমার ছায়া।
মন্তব্য