পতিতার প্রণয়

মোঃ মশিউর রহমান:: যদি ফের নড়ে ওঠে, মম হিয়া। যদি উথলিয়া উথিতে চাহে, সকলি ভূলিয়া। তবে আবার গাথিব, প্রনয় মালা। কোন পতিতার প্রেমে, রহি মজিয়া। আর বুঝি থাকে, নারে ভয়। যখন যেথানে পারে, নিজেরে সে বিলায়ে, দিতে চায়। পতিতাই দয়াময়ী, করুনায় পূর্ণ। কাউকে সে ছলনায়, করে নাকো শূন্য, সেই সতী,পূর্ণ্যবতী, সীতা মা স্বরনতী। প্রেম দেয় যুবকেরে, নড়েবড়ে বুড়োটারে। সকলেরই সব দেয়, নেই কেউ ঘূণ্য। প্রেয়সী পতিতা মোর, তাতে কি বা আসে যায়, সেই মম স্বর্গ তাই, তার গান গায়। যে রমনী পতির ঘরে, সোনার দেহ খান, গোপনে গোপনে অভিসারে, তার চেয়ে সুখী ভাই, নাহিক অভিমান।