সাহেবজাদা

জহির অচিনপুরী.... এক সময় যে জমির মালিক ছিল আমার দাদা, জমির জায়গায় জমি রইল দাদা আমার চলে গেলো, সেই জমিটা পাইছে বাবা আমি তার সাহেবজাদা। এ সংসারে মালিক সাজি আমরা শুধু বেহুদা।। আমিন দিয়া মাপজোখ লইয়া, জমির দাগ, খতিয়ান গাইয়া, করিলা নামজারী। পর্চা বেহাত হইল কিনা, টেনশনে ঘুম আসে না, রোজ রাতে খোলো আলমারী। তোমার জমি তোমার বাড়ি, বল দেখি অচিনপুরী, তোমার হাতে থাকবে কি সর্বদা।। পদ নিয়ে করি কাড়াকাড়ি, পদ পেয়ে শুধু বাড়াবাড়ি, শক্তির বাহাদুরি। মনে মনে ভয়ে শেষ, যদি উল্টে যায় গনেশ, বিফল হবে সকল জারিজুরি। দম ফুরালে ওরে মনা, সঙ্গে আর কিছুই যাবে না, পরবে কাফনের কাপড় সাদা।