শব্দহীন জোছনার প্রেম

অজয় বৈদ্য অন্তর

বিফল আমার ভালোবাসার আরতি কেনো হয় বাসনার এমন ছল! আমার এ জীবন বনে কুসুম প্রণয়ে ধুপদ্বগ্ধ দেহে নামে দহনের ঢল। শব্দহীন জোছনার গহীন পানে ছুটে চলি অবিরাম তোমার টানে। তুমি বুঝনাগো প্রিয়ে তাপের ক্ষীন এমনি গিয়েছে কেটে কতো যে দিন।

কেনো মোরে নিয়ে যাও হেতু পিছু পানে কষ্ট তো সেখানে তোমার শব্দ বানে। তোমারে দিয়াছি আমি মনে দেবীর আসন বুঝ বা না বুঝ আমার প্রেমের প্রহসন।

জানি এভাবেই হবে আমার বেদনার বিলীন রয়ে যাবে গাঁথা প্রেম আমার বুকে অমলিন। শুন্য আকাশে ভালোবাসা অত্যন্ত নির্মল ব্যথিত ব্যথা সব হবে গো মাটি জল। ভালোবাসি তোমায় শত আঁধার- আলোকে গৃণাতেও তোমার প্রেম বাঁধিলাম এ বুকে। যদি এ জনম যায় তোমায় ভাবিয়া কাঁদিতে তুমি কেঁদনা সেদিন আমার মুক্তির সমাধীতে!!