সিলেটে বইমেলায় আজ আসছেন লেখক আহমেদ ইশতিয়াক

নন্দিত সিলেট: সিলেট প্রথম আলো বন্ধুসভার বইমেলায় আজ 'এক রঙা ঘুড়ির স্টলে থাকছেন লেখক আহমেদ ইশতিয়াক । অমর একুশে গ্রন্থমেলা-২০১৯ এ প্রকাশিত হয়েছে তরুণ লেখক আহমেদ ইশতিয়াকের তৃতীয় উপন্যাস “কোনদিন জাগিবে না আর”।এক রঙ্গা এক ঘুড়ি থেকে প্রকাশিত বইটির প্রচ্ছদ করেছেন নূরুল ইসলাম। নতুন এ বইয়ের বিষয়ে জানতে চাইলে আহমেদ ইশতিয়াক জানান, ” কোনোদিন জাগিবে না আর” অতিপ্রাকৃত উপন্যাস অথবা সাইকো থ্রিলার। মূল চরিত্র একজন সাইকো। শিশু বাদ দিয়ে সবার জন্য এই বই। আহমেদ ইশতিয়াকের প্রথম উপন্যাস “খন্ড খন্ড ৎ” ২০১৭ তে এবং ২০১৮ তে বের হয় দ্বিতীয় উপন্যাস ”মরিবার হলো তার সাধ”। দুটি বই’ই ব্যাপক পাঠক জনপ্রিয়তা লাভ করে। মূলত তরুণ পাঠকদের ভালোবাসায় এগিয়ে যাচ্ছে আহমেদ ইশতিয়াকের লেখা। নতুন বই নিয়ে প্রত্যাশা জানতে চাইলে আহমেদ ইশতিয়াক বলেন, সবাই আমার বই পড়বে এমনটা আমি আশা করি না। তাও, কিছু মানুষ পড়ে, ভালো মন্দ প্রতিক্রিয়া দেখায়, ভালো লাগে। এই গল্প উপন্যাস লেখার সুবাদে অনেকের ভালোবাসাই পেয়েছি, সেটা অনেক বড় ব্যাপার। যে ভালোবাসাটা প্রাপ্তি সেটাই আমার প্রত্যাশা। ”কোনদিন জাগিবেনা আর” পাঠক হৃদয়ে কি রূপ প্রভাব ফেলবে কিংবা চিন্তা চেতনায় পরিবর্তন আনবে কিনা জানতে চাইলে আহমেদ ইশতিয়াক বলেন, বই মানুষের চিন্তা চেতনা পরিবর্তনের একটা সম্ভাবনা তৈরী করে দেয় মাত্র। দিনশেষে পরিবর্তনটা নিজেরই হাতে। বই জোর করে কাউকে পরিবর্তন করতে পারে না। শুধু বই পড়লেই হয় না। মানুষের সাথে মিশতেও হয়। চারপাশে চোখ খুলে তাকাতে হয়। এতে অভিজ্ঞতা বাড়ে। চিন্তা চেতনার ক্ষেত্রও বাড়ে। এর পাশাপাশি বই পড়তে হবে। প্রচুর বই। তাহলেই ভালো কিছু আশা করা যাবে। ”কোনদিন জাগিবেনা আর” বইটি মেলার প্রথম দিন থেকেই মিলছে এক রঙ্গা এক ঘুড়ির ৪৩৪ স্টলে।