'লাশের প্রভাতফেরী'

সানজিদা হোমায়রা কেয়া:মধ্যরাতে বিকট শব্দে কবির কবিতা ঘর ছাড়লো। লাশের গন্ধে ভারি দালান কোঠা আগুনের লেলিহান শিখায় চকবাজারে ইটের আড়ালে জ্ঞান পুড়ছে। শখের বেলকোনিতে ধোঁয়া দিচ্ছে নিজের প্রাণ, বসন্তের বিকেলে কিনে আনা ফুল গাছে সদ্য ফোটা ফুলের হাহাকার। প্রিয়জনের শবদেহ দেখে নির্বোধ স্বজনরা দর্শকমাত্র কান্নার আওয়াজ ধ্বনিত হচ্ছে ইট পাথরের জাদুর শহরে। চর্বি মগজের পোড়া গন্ধে অতিষ্ঠ ঢাকার কাক শকুন লাশের পসরায় ব্যস্ত বার্ণ ইউনিট মা সন্তানের দগ্ধ মাংশ পিণ্ডে শ্বাস প্রশ্বাসের আশায় লিপ্ত। অথচ রাতের পূর্ণিমা ভোগ করা মায়ের সন্তান,স্ত্রীর স্বামী,গর্ভের অনাগত ফুল তাজা লাশের রূপে স্বরলিপি হয়ে গেল ভাষাশহীদদের প্রভাতফেরীর গানে।