এসো এই বসন্তে

জালাল জয়:সবুজ দ্বীপে যেনো অন্তর হয় জল পাহাড় ঘেসে জলের ঢলে নামে উজ্জ্বল রোদ, বুকে ঝড় কাঁপে, উড়ুউড়ু কাঁপে বাতাসেও এলে না হয় হৃদকুঠিরে নিরব হাসিতে, বুকে তাজা রক্ত ঢেলে আঁকিয়ে দেবো প্রেমের ইতিহাস তোমার আঁচল ছুঁয়ে অবিরত বেজে যায় হৃদয়ের নীল পাখির মত উড়ে উড়ে যায় শব্দ যত যতনে রাখা, জলের মায়ায় মনের গহীনে, আছো যে লেপে মাটির ঘরেতে কৃষাণি যেমন ভেজা চুলের বসন্ত উড়ায় অল্প অল্প ভালোবাসার আবেশে আসো তুমি কাছে দখিনা হাওয়ায়, উড়িয়ে আঁচল এসো হৃদয় গহীনে, নীল নীল জলে এসো ভালোবাসার স্পন্দনে আলতো ছোঁয়ায় জড়িয়ে ধরো নীলাদ্রীর মতো----এক বুক স্বপ্ন নিয়ে..