আমিতো আর মানুষ নই

ধ্রুব গৌতম :আমিতো আর মানুষ নই তবুও মানুষ চিনতে পারি এই মানুষই দুখের স্রোতে গড়ে তোলে সুখের বাড়ী। আমিতো আর মানুষ নই তবুও আছি মানুষ নিয়ে এই মানুষই সুযোগ পেলে বাছবে কাঁটা গরম ঘিয়ে। আমিতো আর মানুষ নই মানুষ হতে শিক্ষা লই এক মানুষের হাজার রূপ বদলেনাতো দুধের দই। আমিতো আর মানুষ নই মানুষ ভীষণ ভয়ানক রসের হাড়ি পুছে খাবে বলবে মুখে দারুন টক। আমিতো আর মানুষ নই মানুষ ভজি রাত্রি-দিন কোন মানুষ আলো ছড়ায় কেউবা জিন্দা এক কফিন।