দুই বোনের ছড়া

দেলোয়ার হোসেন দিলু:মনি ছনি দুই রোন দুই গালে তিল , মনি যাদ ঘুষি মারে ছনি মারে কিল ! ছনি যায় পাঠশালায় মনি যায় ঘাঠে , রাত্রিতে শুবে না দুজন একখাটে ! ছনি যদি আগে চলে মনি চলে পিছে , মনি যদি ছাদে উঠে ছনি থাকে নীচে ! এই ভাল এই রাগ করে চুলাচুলি , খুশিতে গদ গদ করে কোলাকুলি ! এক ঘরে দুজনই করে যায় বাস , রেষারেষি করে ঠিক কাটে বারো মাস ! খাওয়া দাওয়া উঠা-বসা আরামেই খায় , এক রঙের কাপড় পড়ে দু-জনের গায় ! অদ্ভুদ এক জুটি নগরেই বাস , প্রতিবেশি মানুষের দুজনই খাস !!