মাসুদা সিদ্দিকা রুহী:রবীন্দ্র রচনাবলী যখন খেলে যায়
টেবিল জুড়ে
সংগীত যখন বেজে যায়
ঘরময়
আহা আমার কি আর
মন থাকে হেশেল ঘরে।
আমি তখন কাদম্বরীর চিঠি
কিংবা অভিমান
আমি তখন রবীন্দ্রনাথের
নতুন লিখা কবিতার
শ্রবন পিয়াসী কাদম্বরী ;
মাঝে মাঝে অপুর হৈমন্তী
শরত প্রভাতের শিশির মাখা
সেই নিস্পলক চোখ,
অপু যাকে বিসর্জন
দিতে চায়নি ঘুনাক্ষরেও ;
উঠোন জুড়ে যখন হাটুঁজল
রবীন্দ্রের ঝিরিঝিরি বৃষ্টি
আমি তখন
মেঘ জমে থাকা
কালো আকাশ
আমি তখন প্রতি মুহুর্তে
মরে যাওয়া
কাদম্বরী দেবীর
নি¯ফল অপেক্ষা।
মন্তব্য