নন্দিত ডেস্ক : সুনামগঞ্জ থেকে পরিত্যক্ত অবস্থায় বিপুল পরিমাণ বিদেশী মদ উদ্ধার করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
মঙ্গলবার বিকালে কোম্পানি কমান্ডার ফয়সল আহমদের নেতৃত্বে র্যাব-৯ সুনামগঞ্জ ক্যাম্পের একটি দল সুনামগঞ্জ সদর উপজেলার কাইয়ার গাঁও গ্রামে অভিযান চালিয়ে বিভিন্ন ব্র্যান্ডের ১৯৫ বোতল বিদেশী মদ উদ্ধার করে। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
র্যাব-৯ এর সিনিয়র সহকারি পরিচালক মো. মনিরুজ্জামান বলেন- উদ্ধারকৃত মদ স্থানীয় কান্দাপাড়া গ্রামের মৃত অহেদ আলীর ছেলে আব্বাস আলী (৫০) ও গুচ্ছ গ্রামের মোগল মিয়ার ছেলে আব্দুস সাত্তার (৩৫) নিজেদের হেফাজতে রেখে বিভিন্ন এলাকায় বিক্রি করছিল বলে র্যাবকে তথ্য দেয় এলাকাবাসী। এ তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে এসব মদের বার উদ্ধার করা হয়। এছাড়া অভিযুক্তদের ধরতেও র্যাবের অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন তিনি।
মন্তব্য