ছাতক প্রতিনিধি :: সুনামগঞ্জের ছাতক থানা পুলিশের সহযোগিতায় ভারতীয় ৪০বোতল মদসহ ২জন আটক করেছে সুনামগঞ্জ জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর।
মঙ্গলবার (১৭-এপ্রিল) দুপুরে আটক দু’জনকে মাদকের মামলায় গ্রেফতার দিয়ে সুনামগঞ্জ জেল-হাজতে পাঠানো হয়েছে।
গোপন সংবাদের ভিত্তিতে গতকাল সোমবার মধ্যরাতে শহরের পেপার মিল সংলগ্ন এলাকায় সুরমা নদী থেকে বাজারের আসার পথে তাদের মদসহ আটক করা হয়।
ভারতীয় ব্রান্ডের ২৩বোতল এসিব্ল্যাক ও ১৭বোতল ম্যাগডুয়েলসহ মোট ৪০বোতল মদের বর্তমান বাজার মুল্য প্রায় ৬০হাজার টাকা।
আটককৃতরা হলো, সিলেটের কোম্পনীগঞ্জ উপজেলার ইছাকলস ইউনিয়নের চাটিবহর গ্রামের বশির আহমদের পূত্র জুয়েল আহমদ (২৬) ও একই এলাকার তরিছ আলীর পূত্র ওয়াজুদ আলী (১৮)।
জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের পরিদর্শক সোয়েব আহমদ চৌধুরী জানান, আটককৃত দুই মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করা হয়েছে।
মন্তব্য