তাহিরপুরে বজ্রপাতে  শ্রমিক নিহত

তাহিরপুর প্রতিনিধি :: তাহিরপুরে এক পাথর শ্রমিক বজ্রপাতে নিহত হয়েছেন। তার নাম জাফর মিয়া (৪১)। তিনি উপজেলার বাদাঘাট ইউনিয়নের গড়কাটি গ্রামের লাল মাহমুদের ছেলে। শুক্রবার সকাল ৯টার দিকে এই মর্মান্তিক মৃত্যুর ঘটনাটি ঘটে। পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, শুক্রবার সকালে জাফর মিয়া জীবিকার তাগিদে যাদুকাটা নদীতে পাথর উত্তোলন করতে যান। সকাল ৯টার দিকে আকস্মিক বজ্রপাতের ঘটনা ঘটলে তিনি নিজ নৌকায় মৃত্যুবরণ করেন। বাদাঘাট পুলিশ ফাঁড়ির এএসআই পিযুষ দাস বিষয়টি নিশ্চিত করে জানান, বজ্রপাতে জাফর মিয়ার শরীর ঝলসে গেছে। তার লাশ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।