নিজস্ব প্রতিবেদক : সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার শ্রীধরপাশা গ্রাম সংলগ্ন সড়কে একটি ট্রাক উল্টে ১ জন ধান কাটা শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে ১০ জন।
নিহত ব্যক্তি সিলেট জেলার গোইনঘাট উপজেলার ইয়াছিন উল্লার ছেলে আব্দুর রূপ (৪০)।
আহতদের সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। সোমবার বিকেলে এ দূর্ঘটনা ঘটে।
জানা যায়, ধানকাটা শেষ হলে শ্রমিকরা তাদের নিজ বাড়ীতে যাওয়ার পথে ট্রাকটি নিয়ন্ত্রন হারিয়ে রাস্তা থেকে ছিটকে খাদে পড়ে যায়। ঘটনাস্থলেই প্রাণ হারান আব্দুর রূপ।
এ ব্যাপারে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা হারুনুর রশীদ চৌধুরীর সাথে আলাপ হলে তিনি জানান, এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
মন্তব্য