সুনামগঞ্জে পৃথক স্থানে বজ্রপাতে ২ কৃষকের মৃত্যু

সুনামগঞ্জ প্রতিনিধি :  সুনামগঞ্জে বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু হয়েছে। বুধবার (৯ মে) দুপুরে পৃথক স্থানে এসব বজ্রপাতের ঘটনা ঘটে। নিহতরা হলেন- ধর্মপাশা উপজেলার সদর ইউনিয়নের দুর্বাকান্দা গ্রামের আব্দুর রহিমের ছেলে জুয়েল আহমদ (১৬) ও শাল্লা উপজেলার আটগাঁও ইউনিয়নের কাশিপুর গ্রামের ইসহাক আলীর ছেলে আলমগীর মিয়া (২২)। স্থানীয়রা জানান, দুপুরে দুর্বাকান্দা গ্রামের জুয়েল মিয়া বাড়ির পাশে কাইলানী হাওরে ধান কাটতে যান। এসময় সময় বজ্রপাতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ধর্মপাশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। অপরদিকে, শাল্লা উপজেলার আটগাঁও ইউনিয়নের কাশিপুর-শরিফপুর গ্রামের আলমগীর মিয়া ট্রলি চালিয়ে ছায়ার হাওরে যাচ্ছিলেন। এসময় বজ্রপাতে তিনি ঘটনাস্থলেই মারা যান। ধর্মপাশা সদর ইউনিয়নের ৬নং ওয়ার্ডের ইউপি সদস্য নূর ইসলাম ও শাল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দোলোয়ার হোসেন  এসব ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।