সুনামগঞ্জে ঝগড়া থামাতে গিয়ে হৃদরোগে রিকশাচালকের মৃত্যু

ধর্মপাশা প্রতিনিধি : সুনামগঞ্জের ধর্মপাশায় পারিবারিক ঝগড়াঝাটি থামানোর সময় হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেলেন ফুল মিয়া (৪৮)। তিনি উপজেলার সেলবরষ ইউনিয়নের মাইজবাড়ি গ্রামের মতি রহমানের ছেলে ও পেশায় রিকশাচালক। রোববার থানা পুলিশ তার লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে।জানা যায়, শনিবার ইফতারির পর ফুল মিয়ার পরিবারের সদস্যদের সঙ্গে তার চাচাতো ভাইয়ের পরিবারের ঝগড়ার সূত্রপাত হলে তা থামাতে যান ফুল মিয়া। এ সময় হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে নেয়ার সময় তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন। তবে নিহত ফুল মিয়ার পরিবারের লোকজনের অভিযোগ, ঝগড়াঝাটি থামানোর একপর্যায়ে প্রতিপক্ষের লোকজনের বেধড়ক পিটুনিতে তিনি জ্ঞান হারিয়ে ফেলেন। পরিবারের লোকজনের ধারণা পিটুনির কারণেই তার মৃত্যু হয়েছে। ধর্মপাশা থানার ওসি সুরঞ্জিত সরকার  জানান, নিহতের পরিবারের পক্ষ থেকে মারামারিতে মৃত্যুর কারণ বলা হলেও প্রাথমিক তদন্তে জানা গেছে ঝগড়া থামাতে গিয়ে হৃদরোগে আক্রান্ত হয়েই ফুল মিয়ার মৃত্যু হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য রোববার সকালে জেলা সদর মর্গে প্রেরণ করা হয়েছে। ভিসেরা রিপোর্ট হাতে পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে বলে জানান পুলিশের ওই কর্মকর্তা। ধর্মপাশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. শাওন বলেন, হাসপাতালে নিয়ে আসার আগেই ফুল মিয়া মারা গেছেন।