জগন্নাথপুরে ডাকাতি মামলার আসামি গ্রেফতার

 জগন্নাথপুর প্রতিনিধি : সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার পাইলগাঁও ইউনিয়নের ঐয়ারকোনা গ্রাম থেকে ডাকাতির মামলার ওয়ারেন্টভুক্ত আসামি আব্দুল হাসিম (৪০) কে গ্রেফতার করেছে জগন্নাথপুর থানা পুলিশ। সোমবার (৪ জুন) সুনামগঞ্জ জেল হাজতে পাঠানো হয়েছে। পুলিশ জানায়, আব্দুল হাসিমের বিরুদ্ধে জগন্নাথপুর থানায় ডাকাতি মামলা রয়েছে। আদালত থেকে তার নামে রয়েছে গ্রেফতারি পরোয়ানা। রোববার গভীর রাতে তাকে নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়। জগন্নাথপুর থানার উপ-পরিদর্শক (এস.আই) হাবিবুর রহমান জানান, জগন্নাথপুর থানায় আব্দুল হাসিমের বিরুদ্ধে একাধিক ডাকাতির অভিযোগ রয়েছে। ডাকাতির মামলার গ্রেফতারি পরোয়ানা থাকায় তাকে গ্রেফতার করে জেল হাজতে পাঠানো হয়েছে।