তাহিরপুরে আম পাড়তে গিয়ে প্রাণ গেল কিশোরের

সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় গাছ থেকে আম পাড়তে গিয়ে প্রাণ গেল রমজান আলী (১৬) নামে এক কিশোরের। মঙ্গলবার সন্ধ্যায় চিকিৎসাধীন অবস্থায় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়। নিহত রমজান ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা জাম ছাতইল গ্রামে মগবুল হোসেনের ছেলে। মগবুল হোসেন ও তার কিশোর ছেলেকে নিয়ে তাহিরপুরের ননাই গ্রামে ভাড়া বাসায় থেকে এলাকায় ফেরি করে কাপড় বিক্রি করেন। নিহত রমজানের বাবা মগবুল হোসেন মঙ্গলবার রাত পৌনে ৮টার দিকে জানান, তাদের বাসার পার্শ্ববর্তী একটি বাড়িতে মঙ্গলবার বেলা ১১টার দিকে আম পাড়তে নিয়ে যায় রমজানকে। গাছে উঠে আম পাড়ার একপর্যায়ে ঢাল ভেঙে রমজান গাছ থেকে পড়ে গেলে তার মাথা ও শরীরের বিভিন্ন অংশে জখম হয়। তিনি জানান, চিকিৎসার জন্য দুপুরের দিকে সুনামগঞ্জ সদর হাসপাতালে নেয়ার পর সেখানকার কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য রমজানকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যায় তার মৃত্যু হয়।