সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জের রক্তি নদীতে দুই বাল্কহেডের (স্টিল বডির বড় নৌকা) ধাক্কায় নদীতে পড়ে নিখোঁজ হওয়ার চার দিন পর নৌ শ্রমিক আবদুস সাত্তারের (৩৮) লাশ নদীতেই ভেসে উঠেছে। নিহতের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার সকালে জেলা সদর হাসপাতাল মর্গ থেকে নিহত শ্রমিকের মৃতদেহ তার স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
নিহত আবদুস সাত্তার কিশোরগঞ্জ জেলার বাজিতপুর উপজেলার কুকরাই গ্রামের আবদুল কুদ্দুছের ছেলে।
বিশ্বম্ভরপুর থানার ওসি মোল্লা মনির হোসেন বুধবার জানান, মঙ্গলবার সন্ধ্যায় বিশ্বম্ভরপুরের ফতেহপুর ইউনিয়নের সংগ্রামপুর গ্রামের অদুরে রক্তি নদীতে ভাসমান অবস্থায় ওই শ্রমিকের মৃতদেহ উদ্ধারের পর রাতে জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়।
এ ব্যাপারে থানায় নিয়মিত মামলার বিষয়টি প্রক্রিয়াধীন বলে জানান ওসি।
কিশোরগঞ্জের বাজিতপুর থেকে ছেড়ে আসা তাহিরপুরের ফাজিলপুর থেকে বালু পরিবহনের জন্য বাল্কহেড নৌকাটি বিশ্বম্ভরপুরের সংগ্রামপুর গ্রামসংলগ্ন রক্তি নদী শনিবার সন্ধ্যায় অতিক্রম করছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা অপর একটি বাল্কহেডের ধাক্কায় নৌকা থেকে পড়ে নিখোঁজ হন আবদুস সাত্তার।
মন্তব্য