সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জের তাহিরপুরে ট্রলিচাপায় ইয়াসিন নামে এক মাদ্রাসাছাত্রের মৃত্যু হয়েছে। বুধবার রাত পৌনে ৮টার দিকে উপজেলার শ্রীপুর (উওর) ইউনিয়নের সীমান্তবর্তী লাকমা পূর্বপাড়া এলাকায় এ দুর্ঘটনায় ঘটে।
নিহত ইয়াসিন (১০) ওই এলাকার কৃষক খুশু মিয়ার ছেলে। সে লাকমা মাদ্রাসার তৃতীয় শ্রেণির শিক্ষার্থী।
প্রত্যক্ষদর্শী ও নিহতের পারিবার সূত্রে জানা গেছে, ইফতারির আগে ওই শিশু মাঠে খেলছিল। এ সময় পাথরবোঝাই একটি ট্রলি নিয়ন্ত্রণ হারিয়ে ইয়াসিনকে চাপা দেয়। আহত অবস্থায় তাকে সুনামগঞ্জ সদর হাসপাতালে নেয়ার পরপরই তার মৃত্যু হয়।
তাহিরপুর থানার ট্যাকেরঘাট পুলিশ ফাঁড়ির এএসআই ইমাম হোসেন জানান, ট্রলিটি জব্দ করা হয়েছে এবং চালককে গ্রেফতারের জন্য চেষ্টা চলছে।
মন্তব্য