দিরাই সংবাদদাতা: সুনামগঞ্জের দিরাইয়ে বৃদ্ধের উপর সন্ত্রাসী হামলার ঘটনায় দায়েরকৃত মামলার এজাহার নামীয় আসামী সায়েলকে( ২৮) কে গ্রেফতার করেছে পুলিশ। সে সুজানগর গ্রামের মলাই মিয়ার ছেলে । শুক্রবার রাতে এস আই কাজল দেব এর নেতৃত্বে অভিযান চালিয়ে দিরাই বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়।
উল্লেখ্য গত ১০ মে বৃহস্পতিবার বিকালে দিরাই পৌরসদরের আনোয়ারপুর মোড়ের দোকান হতে বাড়িতে যাওয়ার পথে রাস্তায় একা পেয়ে স্বশস্ত্র হামলা চালিয়ে বৃদ্ধ হারুন মিয়াকে (৬০) মৃত ভেবে ফেলে যায়।হামলায় গুরুতর আহত হারুন মিয়াকে স্থানীয় লোকজন অজ্ঞান অবস্থায় উদ্ধার করে দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে।
আশংকাজনক অবস্থায় আহত হারুন মিয়া বর্তমানে সিলেট ওসমানী মেডিকেলে কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন। এঘটনায় ধৃত সায়েল সহ৩৩ জনের বিরোদ্ধে অাহত হারুন মিয়ার ভাই মোশারফ মিয়া বাদি হয়ে দিরাই থানায় মামলা দায়ের করেন । মামলা নং ৭৬/১২-৫-১৮।
মন্তব্য