দক্ষিণ সুনামগঞ্জে উপজেলা স্বেচ্ছাসেবক দলের ইফতার

দক্ষিণ সুনামগঞ্জ প্রতিনিধি:দক্ষিণ সুনামগঞ্জে দোয়া ও ইফতার মাহফিল করেছে উপজেলা স্বেচ্ছাসেবক দল। রবিবার সন্ধ্যায় উপজেলার পাগলা বাজারে এ দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।  উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি ফরিদুর রহমান ফরিদের সভাপতিত্বে ও উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম-সাধারণ সম্পাদক এস এম রাবেদের পরিচালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নূরুল ইসলাম সাজু। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা বিএনপির সাবেক বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক এবাদুর রহমান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহ-সভাপতি কামাল পারভেজ সাজন, সহ-সভাপতি আফতাব উদ্দিন, সাধারণ সম্পাদতক জিয়াাউর তুহিন, পশ্চিম পাগলা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মাস্টার শাফিকুল ইসলাম, সাংগঠনিক ইসলামুল হক জয়েন, বিশ্বম্ভরপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আলমগীর আলম, সাংগঠনিক সম্পাদক মাস্টার শাহ আলম, পাথারিয়া ইউনিয়ন স্বেচ্ছাদল সভাপিত বাবুল মিয়া ও পশ্চিম বীরগাঁও ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শহিদ মিয়া। এসময় উপস্থিত স্বেচ্ছাসেবক দল নেতা হুমায়ূন কবির, রুবেল মিয়া, নাজিম উদ্দিন, নয়ন মির্জা, মুহিবুর রহমান, আশিকুর রহমান আশিক, মজলু মিয়া, আলীম উদ্দিন, খুরশিদ মিয়া, নূরুল হক, সোহেল মিয়া, গৌছল মিয়া, ছকির মিয়া, সিজিল আহমদ, তারিকুল ইসলাম, আনোয়ার হোসেন, বাছিত মিয়া, নূর আহমদ, আজাদ হোসেন, মনসুর আলম রকি, সৈয়দ, আলীমূল, খইরুল প্রমুখ। পরে মোনাজাত করেন যুব জমিয়ন নেতা হাফিজ আবু সাইদ।