নন্দিত ডেস্ক : বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার প্যারোলে মুক্তির দাবিকে ‘রহস্যজনক’ বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির প্রচার সম্পাদক ড. হাছান মাহমুদ।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানও ‘মুচলেকা দিয়ে’ বিদেশ গিয়ে আর ফেরেননি বলে মন্তব্য করেন হাছান মাহমুদ। খালেদা জিয়া প্রসঙ্গে তিনি বলেন, ‘ছেলেকে দিয়ে মাকে বিচার করা যেতে পারে।’
শুক্রবার চট্টগ্রাম প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন হাছান মাহমুদ।
হাছান মাহমুদ বলেন, ‘বিএনপির নেতারা কেন হঠাৎ করে তার প্যারোলে মুক্তির কথা বলছেন, তা রহস্যজনক। অতীতে আমরা দেখতে পেয়েছি, তারেক রহমান মুচলেকা দিয়ে বিদেশ গিয়েছিলেন আর ফিরে আসেন নাই। রাজনীতি না করার কথা বলে তিনি বিদেশে বসে রাজনীতি করা শুরু করেছিলেন। মা ও ছেলের তো দ্বৈত চরিত্র হওয়ার কথা নয়। ছেলেকে দিয়ে মাকে বিচার করা যেতে পারে।’
এর আগে গত বুধবার এক সংবাদ সম্মেলনে বিএনপির ভাইস চেয়ারম্যান ও জ্যেষ্ঠ আইনজীবী খন্দকার মাহবুব হোসেন বলেন, দীর্ঘ চার মাসের বেশি সময় ধরে কারাবন্দি থেকে খালেদা জিয়ার রোগ আরও জটিল আকার ধারণ করেছে, তৈরি করেছে জীবন শঙ্কা। এ অবস্থায় প্রচলিত আইনের ধারাবাহিকতায় দ্রুত মুক্তির সুযোগ না থাকায় প্যারোলই একমাত্র সমাধান।
খন্দকার মাহবুব হোসেনের বক্তব্যকে ব্যক্তিগত মত বলে উল্লেখ করেন সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট জয়নুল আবেদীন।
তিনি বলেন, প্যারোলে মুক্তি নিয়ে খন্দকার মাহবুব হোসেন যে বক্তব্য দিয়েছেন, এটা ওনার ব্যক্তিগত অভিমত। আমাদের সঙ্গে তিনি এ বিষয়ে আলোচনা করেননি।
বৃহস্পতিবার সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির অডিটোরিয়ামে মাদকমুক্ত অভিযানের নামে ‘বিনা বিচারে হত্যাকাণ্ডের প্রতিবাদে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে জয়নুল আবেদীন বলেন, বুধবার আমাদের একজন আইনজীবী (খন্দকার মাহবুব) যে বক্তব্য দিয়েছেন আমরা মনে করি এটা তাদের ব্যক্তিগত মতামত। তার এই ব্যক্তিগত মতামতের ওপর আমরা কোনো বক্তব্য রাখতে চাই না।
মন্তব্য