সুনামগঞ্জে অভিমানে কিশোরীর আত্মহত্যা

সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জের ছাতক উপজেলায় প্রেমের ঘটনায় বাবা ও মা নির্যাতন করায় তাদের ওপর অভিমান করে আত্মহত্যা করেছে কিশোরী সুমি বেগম (১৬)। বৃহম্পতিবার সন্ধ্যায় উপজেলার ছৈলা আফলাবাদ ইউপির পশ্চিম লাকেশ্বর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত সুমি একই গ্রামে আফরোজ আলীর মেয়ে। স্থানীয় সূত্র জানায়, সুমির সঙ্গে স্থানীয় এক যুবকের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। সুমির বাবা ও মা বিষয়টি জানতে পারে। পরে তারা সুমিকে নির্যাতন করে। এতে অভিমান করে বৃহস্পতিবার সকালে সুমি বাড়ি থেকে পালিয়ে চাচা সিদ্দিকুর রহমানের বাড়ি যায়। সেখানে গিয়ে তার বাবা মার বিরুদ্ধে তার চাচার কাছে নির্যাতনের অভিযোগ করে। এতে কোনো বিচার না পেয়ে উল্টো ধমকের শিকার হন। এসব যন্ত্রণা সইতে না পেরে কিশোরী তার চাচার বাড়ির ছাদের ওপর একটি ঘরে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে। বৃহস্পতিবার সন্ধ্যায় সুমি বেগমের লাশ উদ্ধার করে সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠিয়েছে পুলিশ। এ ব্যাপারে তার চাচার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সুমি দেহের মধ্যে আঘাতের চিহ্ন রয়েছে বলে দাবি করেন। এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ছাতক থানার ওসি আতিকুর রহমান।