সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জের তাহিরপুর সীমান্তে কয়লা ব্যবসায়ীর ওপর হামলা করে সোয়া লাখ টাকা টাকা ছিনতাই করে নিয়ে যাওয়ার ঘটনার ৫দিন পর আনোয়ার হোসেন নামে ওই ছিনতাইকারীকে রোববার গ্রেফতার করেছে পুলিশ।
আনোয়ার উপজেলার শ্রীপুর উওর ইউনিয়নের বালিয়াঘাট সীমান্তের বালিয়াঘাট (বাদারগড়) পাড়ার ইছব আলী ওরফে ফুটকার ছেলে।
এ ব্যাপারে রোববার সকালে আনোয়ার ও তার অপর তিন সহযোগীসহ ৪ ছিনতাইকারীর বিরুদ্ধে থানায় একটি মামলা করা হয়েছে।
পুলিশ অভিযান চালিয়ে উপজেলার বড়দল উওর ইউনিয়নের ব্রাহ্মণগাঁও গ্রামে রোববার বেলা সাড়ে ১০টার দিকে আত্বগোপনে থাকা ছিনতাকারী আনোয়ারকে তার এক নিকটাত্বায়ীরে বাড়ি থেকে গ্রেফতার করে। এসময় আনোয়ারসহ তার একাধিক স্বজন পুলিশের ওপর হামলার চেষ্টা করে।
এদিকে ছিনতাইকারী গ্রুপের আতংক থাকা একাধিক কয়লা ব্যবসায়ী অভিযোগ করেন, গত দেড় বছরে ছোট বড় ৪০টি ছিনতাইর ঘটনা ঘটিয়েছে এ চক্রটি।
তাহিরপুর থানার ওসি শ্রী নন্দন কান্দি ধর বলেন, হামলা ও ছিনতাইর ঘটনার সত্যতা পাওয়ায় ঘটনার মূল হোতা আনোয়ারকে গ্রেফতার করা হয়েছে। তাকে আদালতে সোপর্দ করার পর ছিনতাইকৃত টাকা উদ্ধার ও ইতিপূর্বে একাধিক ছিনতাইয়ের ঘটনার তথ্য জানতে পুলিশ রিমান্ডের আবেদন জানাবে।
মন্তব্য