তাহিরপুরে ডোবার পানিতে পড়ে যুবলীগ সভাপতির মৃত্যু!

সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জের তাহিরপুরে যুবলীগের সাবেক সভাপতি বাবুল মিয়া (৪৫) কালভার্টের ওপর থেকে ডোবার পানিতে পড়ে মারা গেছেন। সোমবার রাত ১০টার দিকে উপজেলার আনোয়ারপুর-দক্ষিণকুল সড়কে সোমবার রাত ৮টার দিকে বক্স কালভার্টে এ ঘটনা ঘটে। মঙ্গলবার বাদ জোহর গ্রামের মসজিদ প্রাঙ্গণে মরহুমের জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। নিহত বাবুল উপজেলার দক্ষিণকুল গ্রামের ক্বারীবাড়ির মৃত নুরুল হোসেনের ছেলে। তিনি বালিজুড়ি ইউনিযন যুবলীগের সাবেক সভাপতি ছিলেন। আমৃত্যু তিনি ওই ইউনিয়নের ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতির দায়িত্বপালন করেছেন। যুবলীগের সাবেক সভাপতিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সোমবার রাত ১০টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।’ নিহত যুবলীগ সহসভাপতির ভাতিজা বাবুল মিয়া মঙ্গলবার সন্ধ্যায় জানান, সোমবার রাত ৮টার দিকে উপজেলার আনোয়ারপুর-দক্ষিণকুল সড়কে বক্স কালভার্টের ওপর বসা ছিলেন বাবুল মিয়া। হঠাৎ করে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে বাবুল কালভার্টের নিচে ডোবার পানিতে পড়ে যান। প্রায় আধাঘণ্টা পর খবর পেয়ে পরিবার ও স্বজনরা বাবুলকে উদ্ধার করে রাতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। রাত ১০টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।