দক্ষিণ সুনামগঞ্জে দোকানে আগুন লেগে ২৫ লক্ষ টাকার মালামাল পুড়ে ছাই 

নওরোজ আরেফিন নাহিদ- দক্ষিণ সুনামগঞ্জ :: দক্ষিণ সুনামগঞ্জের পূর্ব বীরগাঁও ইউনিয়নের বীরগাঁও বাজারের শাহদামড়ী ষ্টোরে আগুন লেগে নগদ ৪০ হাজার টাকা সহ প্রায় ২৫ লক্ষাধিক টাকার মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। প্রত্যক্ষদর্শী ও দোকানের মালিক ছয়েফ নুরের কাছ থেকে জানা যায় বুধবার দিনের বেলায় দোকানের ব্যবসা শেষে প্রতিদিনের ন্যায় রাত ৮ টায় দোকান তালা দিয়ে বাড়ীতে চলে যান। রাত ২ ঘটিকার সময় বাজার থেকে পাহাড়াদার ফোন করে জানান দোকান ঘর থেকে ধূয়া নির্গত হচ্ছে। তখন সাথে সাথে ছয়েফ নুর ও তাহার আত্মীয় স্বজনকে নিয়ে দৌড়ে এসে দোকান ঘরের তালা খোলে বাজারের বিভিন্ন ব্যবসায়ী ও পার্শ্ববর্তী গ্রামবাসীর সহযোগিতায় রাতভর আগুন নিভানোর চেষ্টা করেও ব্যার্থ হন। ততক্ষণে আগুনে পুড়ে ছাই হয়ে যায় দোকানে থাকা নগদ ৪০ হাজার টাকা সহ প্রায় ২৫ লক্ষাধিক টাকার মালামাল ও যাবতীয় দৈনিক ক্রয় বিক্রয়ের হিসাব খাতাপত্র। তবে আগুন লাগার কোন কারণ জানা যায়নি। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন উপজেলা পরিষদের চেয়ারম্যান হাজী আবুল কালাম, বীরগাঁও বাজার কমিটির সাধারণ সম্পাদক মুহিবুর রহমান,দক্ষিণ সুনামগঞ্জ থানার এস আই জিয়াউর রহমান প্রমুখ।