দক্ষিণ সুনামগঞ্জে ২ লক্ষ টাকার কারেন্ট জাল জব্দ

এন.এ নাহিদ- দক্ষিণ সুনামগঞ্জ :: দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা মৎস্য অফিসের অভিযানে ও দক্ষিণ সুনামগঞ্জ থানা পুলিশের সহযোগিতায় অবৈধ কারেন্ট জাল উদ্ধার অভিযান পরিচালনা করে কারেন্ট জাল জব্দ ও এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। স্থানীয় সূত্রে জানা যায়- দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা মৎস্য অফিসার সমীর কুমার সাহার নেতৃত্বে ও দক্ষিণ সুনামগঞ্জ থানা পুলিশের এসআই মো. জিয়াউর রহমান সহ ও সঙ্গীয় ফোর্সের সহায়তায় মঙ্গলবার দুপুরে দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার পাথারিয়া বাজারে অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনা কালে অবৈধভাবে পাথারিয়া বাজারে বিক্রির জন্য আনা প্রায় ২ লক্ষ টাকার কারেন্ট জাল জব্দ ও এক ব্যক্তিকে আটক করা হয়। এসময় মো. কামাল মিয়া(৪২)কে আটক করা হয়। সে জামালগঞ্জ থানার রাজীব নগর গ্রামের মৃত ফজর আলীর ছেলে। তারপর উদ্ধার হওয়া অবৈধ কারেন্ট জালগুলি পাথারিয়া বাজারে জনসম্মুখে পোড়ানো হয়। পরে ঐব্যক্তিকে মুচলেখায় মুক্তি দেয়া হয়। দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা মৎস্য অফিসার সমীর কুমার সাহা বলেন- পোনা মাছের বংশ বিস্তার ও মাছ বৃদ্ধির লক্ষ্যে এধরণের অভিযান অব্যাহত থাকবে।