নিজস্ব প্রতিবেদক :: সুনামগঞ্জ থেকে বিদেশী রিভলবারসহ ১ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-৯ সদস্যরা।
তার নাম আব্দুল গণি (৫২)। তিনি সুনামগঞ্জ সদর থানার রংপুর গ্রামের চমক আলীর পুত্র।
বুধবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে র্যাব-৯, সিপিসি-৩ সুনামগঞ্জ ক্যাম্পের একটি দল সদর ইউনিয়নের কান্দিগাও গ্রাম থেকে তাকে আটক করে।
এ সময় তার কাছ থেকে ১টি বিদেশী রিভলবার উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত অস্ত্রসহ গনিকে সুনামগঞ্জ সদর থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন র্যাব’ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) অতিরিক্ত পুলিশ সুপার মো. মনিরুজ্জামান।
মন্তব্য