দক্ষিণ সুনামগঞ্জে ইক্বরা ক্যাডেট মাদরাসায় বৃত্তি প্রধান

এন এ নাহিদ- দক্ষিণ সুনামগঞ্জ থেকে::উপজেলার পশ্চিম পাগলায় ইক্বরা ক্যাডেট মাদরাসায় বৃত্তি প্রধান অনুষ্ঠান হয়েছে।বৃহস্পতিবার দুপুরে চন্দপুর জামে মসজিদের দ্বিতীয় তলায় এ বৃত্তি প্রধান অনুষ্ঠান হয়। গতবছর এ প্রতিষ্ঠানের ১০ জন ছাত্রছাত্রী পি এস সি তে অংশগ্রহণ করে ১০ জনই উত্তীর্ণ হয়। ১০ জনের মধ্যে নুসরাত জাহান ডলি, আজমল হোসেন জীবন ও হাবিবুর রহমান সাধারণ বৃত্তি ও সুমাইয়া নাজনিন নাদিয়া ট্যালেন্টফুল বৃত্তি পায় এছাড়া উক্ত অনুষ্ঠানে ৪ বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীকে নগদ অর্থ প্রধান করা হয়। উক্ত বৃত্তি প্রধান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- মাদরাসায় ব্যবস্থাপনা কমিটির সভাপতি মোঃ মখদ্দুস আলী, মাদরাসা ব্যবস্থাপনা কমিটির পরিচালক কাজি নুরুল হক, ইক্বরা ক্যাডেট মাদরাসার প্রিন্সিপাল হাফিজ মাওলানা এম এ সুয়েব আহমদ, সদস্য গোলাম মোস্তফা, চেরাগ আলী। আরো উপস্থিত ছিলেন- অত্র মাদরাসার শিক্ষক তাজুল ইসলাম, রায়েজ নুর, ইয়ারিছ আহমদ, জাকির হোসেন, মাদরাসা শিক্ষিকা রাজিয়া সুলতানা, জেসমিন বেগম, অভিভাবক বৃন্দ ও মাদরাসা শিক্ষার্থী প্রমুখ।