ছাতক প্রতিনিধি : ছাতকে দু’পক্ষের সংঘর্ষে ১০ ব্যক্তি আহত হয়েছে। গুরুতর আহত ৩ জনকে ভর্তি করা হয়েছে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে।
শনিবার (২১ জুলাই) দুপুরে উপজেলার নোয়ারাই ইউনিয়নের বাতিরকান্দি গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, গত কদিন ধরে নারী সংক্রান্ত বিষয় নিয়ে গ্রামের সামছু মিয়া ও গৌছ উদ্দিন পক্ষদ্বয়ের মধ্যে উত্তেজনা চলে আসছিল। এ নিয়ে শনিবার সকালে নোয়ারাই স্ট্যান্ডে সামছু মিয়া ও গৌছ মিয়ার পুত্র লায়েক মিয়ার মধ্যে হাতা-হাতির ঘটনা ঘটে। এ ঘটনার জের ধরে দুপুরে উভয় পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে।
সংঘর্ষে গুরুতর আহত গৌছ উদ্দিন, সামছু মিয়া ও সায়েদ আহমদকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পাপ্পু, লায়েক মিয়াসহ আহতদের ছাতক হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে।
ছাতক থানা অফিসার ইনচার্জ আতিকুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
মন্তব্য