সুনামগঞ্জ থেকে পেশাদার মাদক ব্যবসায়ী আটক

নন্দিত সিলেট : সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর থেকে এক পেশাদার মাদক ব্যবসায়ীকে আটক করেছেন র‌্যাব-৯ সদস্যরা। তার নাম আমিন মিয়া (২৬)। তিনি বিশ্বম্ভরপুর উপজেলার বাঘবেড় বাজার গ্রামের মোক্তার মিয়ার পুুত্র। শনিবার রাত সাড়ে ১১টার দিকে র‌্যাব-৯, সিপিসি-৩ সুনামগঞ্জ ক্যাম্পের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তার বাড়ি থেকে তাকে আটক করে। এসময় তার ঘর থেকে ৯০ বোতল ভারতীয় মদও উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদক দ্রব্যসহ আমিন মিয়াকে বিশ্বম্ভরপুর থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন র‌্যাব-৯ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) সিনিয়র এএসপি মাঈন উদ্দিন চৌধুরী।