দক্ষিণ সুনামগঞ্জে একশত পরিবারের মধ্যে সৌর বিদ্যুৎ বিতরণ

এন.এ নাহিদ- দক্ষিণ সুনামগঞ্জ : শেখ হাসিনার উদ্যোগ ঘরে ঘরে বিদ্যুৎ- এই স্লোগানকে সামনে রেখে রবিবার সকাল ১২ ঘটিকায় দক্ষিণ সুনামগঞ্জের শান্তিগঞ্জ বাজারস্থ গ্রীণ হাউজিং এন্ড এনার্জি লিমিটেড এর অফিসে ২০১৭-১৮ অর্থবছর কাবিকা টি.আর কর্মসূচির আয়তায় প্রতিমন্ত্রী এম.এ মান্নান ও ইউনিয়ন পরিষিদের চেয়ারম্যান সহ সকল ইউ/পি মেম্বারদের বরাদ্দকৃত সৌর বিদ্যুৎ বিতরণ করা হয়েছে। কর্মসূচিতে দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার ৮ টি ইউনিয়নের ১০০ টি পরিবারের মধ্যে সৌর বিদ্যুৎ বিতরণ করা হয়।সকাল ১০ ঘটিকাহ হতে বিকাল ৪ ঘটিকা পর্যন্ত এই বিতরণ কর্মসূচি চলে। উক্ত সৌর বিদ্যুৎ বিতরণণে উপস্থিত ছিলেন-দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা গ্রীন হাউজিং এন্ড এনার্জি লিমিটেডের ডি.এম তানভীরুল ইসলাম, উপজেলার জয়কলস ইউনিয়ন প্যানেল চেয়ারম্যান মেম্বার আনোয়ার হোসেন, পশ্চিম বীরগাঁও ইউনিয়ন মেম্বার এখলাছ মিয়া, জয়কলস ইউনিয়ন পরিষদের ৭/৮/৯ নং ওয়ার্ড সদস্য হুসনা বেগম, পশ্চিম পাগলা ইউনিয়ন পরিষদ সদস্য মিলন বিবি, জয়কলস ইউনিয়ন মেম্বার মসকু মিয়া। এতে উপস্থিত ছিলেন- কামাল হুসেন, জিল্লুর রহমান, কামাল উদ্দিন, সুশন কান্তি দাশ, আব্দুল আলী, আরশ আলী, গিয়াস উদ্দিন, শুয়েব, আহমেদ দিলোয়ার হোসেন প্রমুখ।