দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা কৃষকলীগের কমিটি গঠন ও কার্যক্রম গতিশীল করার লক্ষ্যে কর্মীসভা

এন.এ নাহিদ- দক্ষিণ সুনামগঞ্জ::দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা কৃষক লীগের উদ্যোগে প্রতিটি ইউনিয়নে কৃষকলীগের কমিটি গঠন ও কার্যক্রম গতিশীল করার লক্ষ্যে কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার দুপুর ২ ঘটিকায় দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার শান্তিগঞ্জ বাজারস্থ প্রতিমন্ত্রী এম এ মান্নানের স্থানীয় কার্যালয়ে এ কর্মীসভা অনুষ্ঠিত হয়। দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা কৃষকলীগের আহবায়ক ফয়জুর রহমানের সভাপতিত্বে ও যুগ্ম আহবায়ক মাজহারুল ইসলাম মইনুলের পরিচালনায় উক্ত কর্মীসভায় বক্তব্য রাখেন- বাংলাদেশ সরকারের অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম.এ মান্নানের একান্ত রাজনৈতিক সচিব হাসনাত হোসাইন, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি হাজী তহুর আলী, উপজেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক ও দক্ষিণ সুনামগঞ্জ পূজা উদযাপন কমিটির সভাপতি বাবু দিলীপ কুমার তালুকদার, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা কৃষকলীগের সিনিয়র যুগ্ম আহবায়ক আব্দুল গনি ভান্ডারী, যুগ্ম আহবায়ক আমির উদ্দিন, সাজিদুর রহমান, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা কৃষকলীগের যুগ্ম আহবায়ক সুরুক মিয়া,জয়ন্ত তালুকদার পুল্টন, আবুল হাসান, ফরিদ মিয়া, বছির মিয়া প্রমুখ। উক্ত কর্মী সভায় উপস্থিত ছিলেন- দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা কৃষকলীগের সদস্য ইকবাল হুসেন, আমির উদ্দিন, গোলাম রব্বানী, এম এ কাশেম চৌধুরী, শাহিদুল ইসলাম, খলিল মিয়া,আবুল খায়রুল আহমেদ, ধীরেন্দ্র চন্দ্র দাশ, শাজমান মিয়া, আয়ুব আলী, রিংকু তালুকদার , ফকির সাইফুল ইসলাম, মিছির খা, আবুল কালাম, শহীদ মিয়া, আব্দুল হামিদ, তোতা মিয়া, মছলম আলী, মাসুক মিয়া, ইউসুফ আলী, জামাল উদ্দিন ও দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা ছাত্রলীগের সহ- সভাপতি ইজহারুজ্জামান প্রমুখ।