নন্দিত সিলেট : ওপারের মেঘালয় পাহাড় থেকে খাদ্যের সন্ধানে আসা একটি বাঘ শাবককে সুনামগঞ্জের তাহিরপুর সীমান্তের লোকালয় থেকে উদ্ধার করা হয়েছে।
সোমবার সকালে উপজেলার বড়ছড়া শুল্ক স্টেশনের একটি কয়লা ডিপো থেকে ওই বাঘ শাবকটিকে উদ্ধার করা হয়। শাবকটির ওজন হবে প্রায় তিন কেজির মতো।
স্থানীয় লোকজন জানান, রোববার সকালে উপজেলার বড়ছড়া শুল্ক স্টেশনের একটি কয়লা ডিপোর ওপরে ওঠে একটি বাঘের শাবক ছোটাছুটি করছিল।
এ অবস্থা দেখতে পেয়ে কিছু লোকজন শাবকটি প্রথমে আটকের চেষ্টা করে। এ সময় শাবকটি উল্টো লোকজনের দিকে তেড়ে এলে ডিপোর কয়লা পরিবহনকারী শ্রমিকরা সেটিকে ধরে ফেলে।
সুনামগঞ্জ বন বিভাগের তাহিরপুরের ধলইরগাঁও বিট অফিসার বীরেন্দ্র কিশোর জানান, স্থানীয় লোকজন বিট অফিসে এসে ডোরাকাঁটা বাঘ শাবকটিকে অবমুক্ত করে দেয়ার জন্য বন বিভাগের হেফাজতে দিয়ে গেছেন।
তবে ধারণা করা হচ্ছে, ভারতের মেঘালয় পাহাড়ে নির্বিচারে বনভূমি উজাড় করার ফলে খাদ্যের সন্ধানে এপারের লোকালয়ে এসেছিল বাঘ শাবকটি।
মন্তব্য